আজ ফের রাজভবনে শুভেন্দু। দেড় মাসে এই নিয়ে তিনবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পরিষদীয় দল সূত্রে জানা গেছে, আজ রাজভবনে বেশ কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়েই রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন বিরোধী দলনেতা। একই দিনে রাজ্যে ৮ কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে চলেছেন বিজেপির আট বিধায়ক। আর সেই কারণেই তড়িঘড়ি বিরোধী দলনেতাকে ডেকে পাঠালেন রাজ্যপাল। ৮ বিধায়কের পদত্যাগকে কেন্দ্র করে আজ বিধানসভা অধিবেশন বন্ধ থাকলেও, তাঁদেরকে বিধানসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুসারে জানা গেছে আজ বিকেলেই প্রতিনিধি দল নিয়ে রাজভবনে পৌঁছাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই দিল্লি সফরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক বিধায়কের পদত্যাগ এবং বেসুরো কথাবার্তা, চিন্তায় ফেলেছে রাজ্যের বিরোধী দলকে। আর এরই মধ্যে বিরোধী দলনেতার বারবার রাজ্যপাল জাগদীপ ধনকারের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে।