সোমবার অর্থাৎ আজ দুপুর সাড়ে তিনটা নাগাদ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে নবান্নে একটি বিশেষ বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নানা কর্মসূচি নিয়ে পর্যালোচনা করতেই এই বৈঠক। এদিনের বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা ভার্চুয়ালি এবং কলকাতার আধিকারিকরা স্বশরীরে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে খবর।
মূলত বিভিন্ন মেডিক্যাল কলেজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা, বিভিন্ন সময় রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনাগুলির বাস্তবায়ন কতদূর, স্বাস্থ্য সাথী কার্ড থেকে শুরু করে বাকি অন্যান্য পরিষেবা নিয়ে কোনও সমস্যা বা অভিযোগ রয়েছে কিনা প্রভৃতি বিস্তারিত বিষয় নিয়ে আজ পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি এখন খুবই শোচনীয়। এদিনের বৈঠকে আগামী দিনের ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও বিশেষ পর্যালোচনা করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসাথীর পরিষেবা যাতে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতে ঠিকমতো পাওয়া যায় সে ব্যাপারেও ফের নির্দিষ্ট কিছু বার্তা মুখ্যমন্ত্রী দিতে পারেন। বর্তমানে রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলোর পরিকাঠামোগত অবস্থা, সেখানকার বিভিন্ন বিভাগের ডাক্তাররা ঠিকমতো আছেন কিনা, সে বিষয়েও পর্যালোচনা করতে পারেন তিনি|
এদিকে আগামী ৫ ই ডিসেম্বর মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত বিষয়ে মুখোমুখি আলোচনার সম্ভাবনা আছে এদিন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ”যাকে নেমন্তন্ন করলে দিল্লি যায় না, সে হঠাৎ আগ বাড়িয়ে দিল্লি যেতে চাইছে কেন? আসলে ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে।”