আজ উত্তরপ্রদেশের চালু হল উজ্জলা ২.০ প্রকল্প। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করেন বলে জানা যায়। উত্তরপ্রদেশের মহােবাতে এই প্রকল্পের সূচনা করা হয় বলে জানা যাচ্ছে। জানা যায় আজকের এই অনুষ্ঠানে একটি তরল পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার হস্তান্তরের মাধ্যমে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি। এই প্রসঙ্গে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি একটি টুইটার মাধ্যমে জানান ,” কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮ কোটি মহিলা ইতিমধ্যেই ধূমপানমুক্ত সুস্থ জীবন যাপন করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি দেড় কোটি পরিবার ইতিমধ্যেই উপকৃত হয়েছেন এই প্রকল্পের আওতায় এসে। এছাড়াও করোনাকালীন কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ছয় মাসের জন্য এই প্রকল্পের অন্তর্গত মানুষদের বিনামূল্যে সিলিন্ডার প্রদান করেছেন।

২০১৬ সালে সর্বপ্রথম এই প্রকল্পের শুভ সূচনা হয়েছিল । সেই সময়ই প্রকল্পের নাম ছিল উজ্জ্বলা ১.০। সেই সময় কেবলমাত্র দারিদ্র্যসীমার নিচে ৫ কোটি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। পরবর্তীতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের এই আওতাভুক্ত করা হয়। ২০১৮ সালে এই প্রকল্পটি সম্প্রসারিত করা হয়। ফলে এই ৮ কোটি মহিলাকে এই প্রকল্পের আওতাভুক্ত করা সম্ভব হয়েছে। আগামী দিনে এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য কেবল মাত্র কয়েকটি কাগজপত্র প্রয়োজন হবে। যার মধ্যে রেশন কার্ড ,ঠিকানা এবং নিজের পরিচয় পত্র, সহ পরিবারের ঘোষণা পত্র জমা দিতে হবে।