আগামীকালই উপনির্বাচন, তার আগেই জলযন্ত্রণায় মহানগরীবাসি । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 32 Second

আগামীকালই উপনির্বাচন। আর তার আগেই জলযন্ত্রণায় ভুগতে হচ্ছে মহানগরীবাসিকে । মঙ্গলবার রাত থেকেই লাগাতার বৃষ্টিপাতের ফলে আজ সকালেই মহানগরীর বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণের প্রতিটি প্রান্তই ইতিমধ্যে জলমগ্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। আর সেই কারণেই সাধারণ মানুষের সমস্যা বুঝতে পথে নামলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মূলত ঘূর্ণিঝড় গুলাবের সঙ্গেই বাংলায় এসে হাজির হয়েছে নিম্নচাপ। যার ফলে গতকাল রাত থেকেই মহানগরীসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সূচনা হয়েছে। আর তারপর থেকেই এখনও পর্যন্ত লাগাতার বৃষ্টিপাতের ফলে কোলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পরেছে। ইতিমধ্যেই বিভিন্ন রাস্তায় জমা জল পরিদর্শনে পথে নেমেছেন কলকাতা পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিম। শুধু তাই নয় ইতিমধ্যেই একবালপুর পৌরসভায় প্রসূতি সদনে পুরো কমিশনার বিনোদ কুমার সহ অন্যান্য পুরো আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। রাত পোহালেই ভবানীপুর উপনির্বাচন। আর তার আগেই মহানগরীর বিভিন্ন প্রান্তের জল বের করা একান্ত জরুরী। সেই কথা মাথায় রেখেই ইতিমধ্যেই দ্রুত জল নামানোর আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী। ইতিমধ্যেই হাওড়া থেকে হেভি- ডিউটি পাম্প নিয়ে আসা হয়েছে। আর সেই পাম্পের মাধ্যমে জল বের করা হবে বলে জানা যাচ্ছে। তবে পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেলে সেক্ষেত্রে রাস্তার অবস্থা ঠিক কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত শঙ্কিত পুরো প্রশাসক মন্ডলী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নবান্নে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো । এম ভারত নিউজ

আজ তৃনমূলে যোগদান করতে চলেছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। জানা যাচ্ছে ইতিমধ্যেই নবান্নে এসে উপস্থিত হয়েছেন তিনি। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে এবার তৃণমূলের পথে আসার পালা। জানা যায় কংগ্রেসের হয়ে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য গুলিতে দীর্ঘদিন পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছিলেন। তবে গত সোমবার কংগ্রেসের বিধায়ক পদ থেকে […]

Subscribe US Now

error: Content Protected