কাঠমান্ডুতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল পোখরাগামী বিমান। ত্রিভূবন আন্তর্জাতিক বিমান বন্দরের ঘটনা। ঝলসে মৃত্যু ১৮ জনের, আহত ১। তাঁর অবস্থা আশঙ্কাজনক! আহত ব্যক্তি পাইলট কিনা সেই বিষয়ে নিশ্চিত করে এখনও কিছু বলা যায়নি। বিমানটিতে মোট যাত্রী ছিলেন ১৯ জন, যার মধ্যে প্রয়াত ১৮। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। টেক অফ করার কিছুক্ষণ পরেই বিমান দুর্ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ওড়ার সঙ্গে সঙ্গেই ডানদিকে হেলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি পড়ে যায়।
নেপালে বিমান দুর্ঘটনার খবর নতুন কোনও ঘটনা নয়। ২০১০ সাল থেকে অন্তত ১২টি মারাত্মক বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে এই দেশ।
জানা গেছে, উড়ানের সঙ্গে সঙ্গে বিমানটি কুয়াশার কবলে পড়ে। চালক দেখতে না পেলেই এই দুর্ঘটনা ঘটে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর হল একটি টেবিলটপ বিমানবন্দর, চারদিকে গভীর গিরিখাত ও উপত্যকা দিয়ে ঘেরা একটি মালভূমির শীর্ষে অবস্থিত। গতবছর নেপালে বিমান দুর্ঘটনা ঘটে। ইয়েতি এয়ারলাইন্সের একটি ফ্লাইট পোখরার কেন্দ্রীর শহরের কাছে ভেঙে পড়ে। এই ঘটনায় যাত্রী ও ক্রু সদস্যসহ বোর্ডে থাকা ৭২ জনের মৃত্যু হয়। বিমানটি একটি খাড়া খাদে পড়ে গিয়ে টুকরো-টুকরো হয়ে পোখরার কাছে যাওয়ার সঙ্গে-সঙ্গেই আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এরপর ২০১৮ সালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক কাছে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনা ৫১ জনের প্রাণ কেড়ে নেয়, আহত হন ২০ জন। ২০২২ সালে একটি বিমান দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়। এরপর আজকের এই মর্মান্তিক ঘটনায় রীতিমত স্তম্ভিত গোটা বিশ্ব!