টিকিট ছাড়াই ট্রেন যাত্রা ! একবছরে ধৃত ২৭লক্ষ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 9 Second

করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে গতবছর মার্চ মাস থেকেই দেশে প্রায় ছমাসেরও বেশি সময় বন্ধ ছিল রেল পরিষেবা। অত্যাবশকীয় পরিষেবা চালু রাখতে দেশে চলাচল করেছে হাতে গোনা কয়েকটি ট্রেন। করোনা পরিস্থিতিতে ট্রেনের সংখ্যা কমলেও কমেনি বিনা টিকিটে ভ্রমন করা যাত্রীদের সংখ্যা। সম্প্রতি বিনা টিকিটে যাতায়াত করায় ধরা পড়া যাত্রীদের একটি তালিকা সামনে এনেছে রেল। সেই তালিকা অনুযায়ী গত একবছরে বিনা টিকিটে ভ্রমন করতে গিয়ে আটক হয়েছেন প্রায় ২৭লক্ষ মানুষ। এই পরিসংখ্যান দেখে কার্যতই ভিরমি খাওয়ার অবস্থা রেল কর্তাদেরও। উত্তরপ্রদেশের এক ব্যক্তি তথ্যের অধিকার আইনে (RTI) এই পরিসংখ্যান জানতে চেয়ে আবেদন করেছিলেন কিছুদিন আগে। এবার সেই উত্তর দিতে গিয়ে কার্যতই চক্ষু চড়কগাছ রেলের। রেলের দেওয়া জবাব অনুযায়ী, গত বছর মার্চ মাস থেকে এবছর মার্চ মাস অবধি বিনা টিকিটে ভ্রমন করতে গিয়ে আটক হয়েছেন ২৭লক্ষ যাত্রী।তাঁদের থেকে জরিমানা বাবদ রেলের ঘরে এসেছে ১৪৩.৮২কোটি টাকা। রেল আরও জানিয়েছে, গত বছর অর্থবর্ষে অর্থাৎ ২০১৯-২০২০ তে মোট আটক যাত্রীর সংখ্যা ছিল ১.১০কোটি। তাঁদের থেকে জরিমানা বাবদ এসেছিল ৫৬১.৭৩কোটি টাকা। বিগত ১৫ মাস ধরে টালমাটাল পরিস্থিতি রেলের। এখনও চলছে হাতে গোনা কয়েকটি ট্রেনই। এই পরিস্থিতিতেও এই বিপুল সংখ্যক টিকিটহীন যাত্রীতে কার্যতই চিন্তার ভাঁজ রেল বোর্ডের কপালে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্যোগ মোকাবিলায় একাধিক পদক্ষেপ মমতার । এম ভারত নিউজ

দুর্যোগ মোকাবিলায় এবার ২৪ সদস্যের টিম বানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতিই সহায়” প্রকল্পের কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। এবার সেই প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি তৈরি করলেন কমিটিও।নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলনে এদিন একথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ জনের এই কনিটির নেতৃত্বে রয়েছেন কল্যান রুদ্র। বাকিরা […]

Subscribe US Now

error: Content Protected