উত্তর চব্বিশ পরগনার সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে রুশ ভ্যাকসিন স্পুটনিক ভি-এর ট্রায়াল। হাসপাতাল সূত্রে খবর, করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগে সবুজ সঙ্কেত মিলেছে সাগর দত্ত মেডিক্যালের টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটি থেকে । সেইমত জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই হাসপাতালে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হতে চলেছে। ১০০ জনকে দেওয়া হবে পরীক্ষামূলক করোনা টিকা।

এদিকে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে পিয়ারলেসে শুরু হতে চলেছে রুশ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। গত ১৭ তারিখ এই ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে এথিক্স কমিটি। হাসপাতাল সূত্রে খবর, দেশের ১৫টি কেন্দ্রে ‘স্পুটনিক ভি’-র ট্রায়াল হবে ১৫০০ জন মানুষের ওপর। যার মধ্যে কলকাতায় পরীক্ষামূলক টিকা দেওয়া হবে ১০০ জনকে। সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির প্রথম সপ্তাহেই আসতে পারে ভ্যাকসিন। প্রসঙ্গত রাজ্যে পিয়ারলেসের পর সাগর দত্ত মেডিক্যাল দ্বিতীয় হাসপাতাল যেখানে রুশ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে।

ইতিমধ্যে নাইসেডে চলছে ‘কো-ভ্যাকসিন’-এর ট্রায়াল। ডিসেম্বরেই স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে ‘কো-ভ্যাকসিন’-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরুর কথা।