আলিপুরদুয়ারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ। বৃহস্পতিবার জয়গাঁয় যাওয়ার পথে পরপর দু’বার দিলীপ ঘোষের কনভয় আটকায় পুলিশ। কারণ হিসেবে পুলিশের বক্তব্য ২৫টি বাইক র্যালির অনুমতি নিয়ে শতাধিক বাইক মিছিল করছে বিজেপি কর্মীরা। এ নিয়ে বিজেপি নেতা ও পুলিশের মধ্যে কথা কাটাকাটিও হয়। পরে ২০ মিনিট পর ছাড়া হয় দিলীপ ঘোষের কনভয়। এরপর জিটি রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার দু’পাশে ‘গো ব্যাক’ স্লোগানের সঙ্গে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল।

বিজেপি–র অভিযোগ, মাদারিহাটে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচি সেরে দিলীপ ঘোষ যখন ফিরছিলেন তখন জয়গাঁর কাছে আচমকা বিক্ষোভ দেখাতে শুরু করেন বিমল গুরুং–পন্থী মোর্চার সমর্থকরা। দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগানও। সেইসঙ্গে কনভয় লক্ষ্য করে একের পর এক ইট ছোড়া হয়। ঘটনায় বিজেপি–র আদিবাসী মোর্চার জেলা সভাপতির গাড়ি সহ তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘‘পশ্চিমবঙ্গে যে আইনশৃঙ্খলা নেই তা প্রত্যেক দিন প্রমাণিত হচ্ছে।”পাশাপাশি বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দেন।