নিজস্ব প্রতিনিধি, বীরভূম : বঙ্গ নির্বাচন ২০২১ এর আগে ফের বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের পাড়ুই অঞ্চলের মনোহরপুর এলাকায়। ইতিমধ্যেই পাড়ুই থানার সাত্তোর অঞ্চলের মনোহরপুর গ্রামে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলো,আর অভিযোগের তীর শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, সামনে বঙ্গ নির্বাচন , তার আগে দফায় দফায় রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব । তাই তাদের স্বাগত জানাতে সম্প্রতি গ্রাম জুড়ে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে ছিল তাদের কর্মীরা। তাদের অভিযোগ গতকাল রাত্রে তাদের প্ল্যাকার্ড লাগানো শেষ হলে বাড়ি ফিরে যান তাঁরা। আর সকালে এসে দেখতে পান সেই সমস্ত প্ল্যাকার্ড গুলিকে ছিড়ে ফেলা হয়েছে।
যদিও এই দলীয় প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলার ঘটনা নতুন নয়, প্রতিবারই নির্বাচনের আগে এরকম ঘটনার নজির সামনে আসে। প্রতিটি দলই তার বিরোধী দলের প্লাকার্ড থেকে শুরু করে বড় বড় হোডিং ছিড়ে ফেলেন। তাঁদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই পতাকা ছিঁড়ে,পুড়িয়ে দিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীরা।