নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বঙ্গে ভোটযুদ্ধের আজ দ্বিতীয় দফা। রাজ্যের ৪ জেলার ৩০ আসনে আজ সকাল থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। এরইমধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার ইচ্ছাকৃত ভাবে নির্দিষ্ট কিছু বুথে বিকল ইভিএম পাঠানোর অভিযোগে সরব হলেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অর্চিতা বিদ। দ্বিতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে অনেক জলঘোলা হয়েছে এতদিনে। কর্মসূচির পর কর্মসূচি রোড শো -এর পরিবর্তে পাল্টা রোড শো। তবে শেষরক্ষা কি হবে না তাহলে? ইতিমধ্যেই খবর এসেছে বিভিন্ন ভোটদান কেন্দ্রের ইভিএম বিকল হয়ে গেছে। আর সেই খবর পেয়ে ছুটে এসেছেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অর্চিতা বিদ ।
তাঁর দাবি বিষ্ণুপুর মিশন উচ্চ বিদ্যালয় সহ বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বহু বুথে যেখানেই তৃনমূলের ভোট ব্যাঙ্ক রয়েছে মূলত সেই এলাকার বুথ গুলিতেই ইচ্ছাকৃত ভাবে বিকল ইভিএম পাঠানো হয়েছে। সাংবাদিকদের সামনে তিনি পরিষ্কারভাবে বললেন এটি আগে থেকেই নির্ধারিত। কোথাও ভিপি প্যাডে এরর, কোথাও ৫০ টি ভোট পড়ার পরে বন্ধ হয়ে যাচ্ছে ইভিএম মেশিন, কোথাও আবার কাজই করছে না প্রথম থেকে । শুধু এখানেই নয় ইতিমধ্যে বাঁকুড়ায় ইভিএম খারাপ নিয়ে চক্রান্তের অভিযোগ করেছেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা।বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করেছেন বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূলের ওই প্রার্থী। ইতিমধ্যে এই ঘটনাতে চিন্তিত তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ।