নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর : আবারও খবরের শিরোনামে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি । ভাঙচুর চালানো হলো তৃণমূল প্রার্থীর গাড়ি। যদিও অভিযোগের তীর বিজেপির দিকে। মঙ্গলবার খেজুরি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডা: পার্থ প্রতীম দাসের উপর বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের উপস্থিতিতে বিজেপির মিছিল থেকে সমর্থকেরা হামলা চালায় বলে অভিযোগ করেছেন তিনি নিজে। এমনকি তৃণমূল প্রার্থী পার্থ বাবুর গাড়ীও ভাঙচুর হয় বলে অভিযোগ তৃণমূলের, ঘটনাটি ঘটেছে খেজুরির বীরবন্দর বাজারের পাটনা এলাকার ঘটনা।
তৃণমূল প্রার্থী পার্থবাবুর অভিযোগ খেজুরির বীরবন্দর এলাকা সহ পাটনা আলইচক, গ্রামগুলিতে বাড়ি বাড়ি প্রচার সেরে ফিরছিলেন তিনি, তাঁর আগে টোটো সহ মিছিল করে ফিরে এসে তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে গাড়ি রেখে দুরে দাঁড়িয়ে ছিলেন পার্থ প্রতিম দাস ।সেই সময় বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের সমর্থনে বিজেপির একটা মিছিল ওই রাস্তা ধরে আসছিল, বিজেপির মিছিল থেকেই অতর্কিত হামলা চালায় বিজেপি দলীয় কর্মী সমর্থকরা । তৃণমূল প্রার্থীর দাঁড়িয়ে থাকা গাড়ি ভাঙচুর করে এমনকি তাঁকে দেখে অশ্লীল ভাষায় গালাগালি দেওয়ারও অভিযোগ তোলে তৃণমূল প্রার্থী ডঃ পার্থপ্রতিম দাস। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ। তবে বঙ্গ ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এই হামলা প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন প্রদত্ত কেন্দ্রীয় বাহিনীর সতর্কতার ওপর।