টিকিট না পেয়েই পদ্মমুখী । বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের কোর কমিটির সদস্য দীনেশ বাজাজ। এদিন মুকুল রায়ের বাড়িতে ঢোকার সময় তৃণমূলের বিরুদ্ধে চাঁছাছোলা ভাষায় ক্ষোভ উগরে দেন দীনেশ বাজাজ । শুধু দীনেশ বাজাজ নয় পাশাপাশি, বিজেপিতে যোগ দিতে চলেছেন দীনেশ ত্রিবেদীও।

দল ছেড়েছেন তিনি ,নতুন দল থেকে পূর্বেই আহ্বান করা হয়েছিল তাঁকে, তবে যোগ দেওয়ার আগে একবার অন্তত মুকুল রায়ের সাথে শলাপরামর্শ করেছেন তিনি। সাংবাদিকদের সামনে বলেন, মুকুলদা অনেক পুরনো দিনের নেতা সেক্ষেত্রে তাঁর সঙ্গে পরামর্শ না করে কোনো সিদ্ধান্ত নিতে চাননি তিনি।
আনুষ্ঠানিকভাবে যোগদান করতে হয়ত এখনো কিছুটা সময় লাগতে পারে । তবে ইতিমধ্যেই বিজেপির খাতায় নাম লেখালেন তৃণমূলের অতিপরিচিত নেতা। সাংবাদিকদের তরফ থেকে কারণ জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন , বারবার বহিরাগত শুনতে আর ভালো লাগেনা । হিন্দিভাষী হওয়ার কারণ তাঁকে বহিরাগত বলা হয়ে থাকে তিনি বলেন দেশের নরেন্দ্র মোদিকে বহিরাগত বলা হয় কারণ তিনি হিন্দিভাষী। তবে তাঁর জন্ম বাংলাতে, হওয়া সত্ত্বেও যদি তাঁর মাতৃভাষা হিন্দি হয়, সেখানেই কিছুই করার নেই। তার থেকে অপমানের কিছু হতেও পারে না ,তাঁর জন্য তাই দল পরিবর্তনের এমন সিদ্ধান্ত নিলেন তিনি।