
দিল্লির যন্তর মন্তরে ধর্নার অনুমতি পেল তৃণমূল। অন্যদিকে রামলীলা ময়দানে ধর্নার অনুমতি মেলেনি। তবে অনুমতি না মিললেও নিজেদের কর্মসূচীতে অনড় ঘাসফুল শিবির৷ দিল্লি পুলিশের তরফে যদিও কেবল ৩ অক্টোবর যন্তর মন্তরে ধর্নার ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। তবে পুরোটাই মৌখিকভাবে বলা হউএছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। এই বিষয়ে তৃণমূল জানিয়েছে, ২৩ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করা হবে, তারপর সুরাহা না মিললে আদালতের দ্বারস্থ হতে হবে। উল্লেখ্য, কেন্দ্রের পক্ষ থেকে বাংলার বকেয়া না মেটানোর প্রতিবাদেই ৩১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টবরের মধ্যে রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভের কথা ঘোষণা করেছিল সবুজ শিবির। তার জন্যেই দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল দল। তবে রামলীলায় বিক্ষোভ করা যাবেনা বলেই আপাতত জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত দিল্লি পুলিশকে ৪টি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু, কোনও চিঠিরই জবাব আসেনি বলে, জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে একটা নির্দিষ্ট সময় অবধি দেখে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল।