রবিবার দিনভর টানাপোড়েনের পর ত্রিপুরায় গ্রেফতার করা হয়েছে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। ত্রিপুরায় তৃণমূল- বিজেপি সংঘাত জাতীয় রাজনীতির নয়া আলোচ্য বিষয়। আগেও বিপ্লব দেবের বিরুদ্ধে একাধিক নেতা-নেত্রীকে গ্রেফতার করা, গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ সামনে এসেছে। কিন্তু সায়নীর গ্রেপ্তারিতে রীতিমত তোলপাড় রাজ্য রাজনীতি। ওই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে বিক্ষোভে নেমেছে তৃণমূল। এবার সেই উত্তেজনার আঁচ পৌঁছল রাজধানী দিল্লিতেও। অমিত শাহের সঙ্গে দেখা করতে না পেরে নর্থ ব্লকের সামনে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা।
এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে সময় চেয়েছিল তৃণমূল। কিন্তু এদিন তিনি সময় না দেওয়ায় বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন সাংসদরা। দিল্লির নর্থ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের ঠিক সামনে ধর্নায় বসেছেন তৃণমূল সাংসদরা। ত্রিপুরার বর্তমান আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতেই অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিল বিরোধী দল তৃণমূল। কিন্তু নির্ধারিত সময়ের পরও সাক্ষাতের সময় না মেলায় এদিন ধর্নায় বসে তৃণমূল। সেই ধর্নায় উপস্থিত রয়েছেন সৌগত রায়, শান্তনু সেন, দোলা সেন, কল্যান বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার সহ ১৬ জন সাংসদ।