ত্রিপুরা গ্রেফতার কাণ্ড নিয়ে এবার সংসদে সরব হতে চলেছে তৃণমূল। পূর্ব হুঁশিয়ারি মত আজই রাজধানীতে এই বিষয়ে সরব হওয়ার বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় ত্রিপুরার এই গ্রেফতার কান্ডের ঘটনার বার্তা দেশব্যাপী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর অভিষেক বন্দ্যোপাধ্যায় । জানা যাচ্ছে, গতকাল দলের যে ১৮জনকে গ্রেফতার করা হয়েছি্ সেই ১৮ জনের বিষয়টি নিয়ে আজ সংসদে যেতে চলেছেন তৃণমূল সাংসদরা। শুধু তাই নয়, এছাড়াও আজ থেকেই গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসতে চলেছেন তৃণমূলের দলীয় কর্মী সমর্থকরা। জানা যাচ্ছে আর সেখানে উপস্থিত থাকতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ওই ১৮ জন কর্মী সমর্থকদের রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি। তবে সারাদিন ব্যাপী খোয়াই থানায় ধর্না দেওয়ার পরে বিকেল নাগাদ ৫০০০০ টাকার ব্যক্তিগত বন্ড করিয়ে ১৪ জনকে জামিন মঞ্জুর করে আদালত। আর আজ দেশব্যাপী এই বিষয়টি নিয়ে হুঁশিয়ারি দেওয়ার উদ্দেশ্যেই সংসদের ভেতরে এবং বাইরে এই দুই ভিন্ন প্রকারের কর্মসূচির আয়োজন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।