বিজেপির অন্যতম শক্তিশালী কেন্দ্র হল খড়্গপুর সদর। খড়্গপুর থেকে বিজেপি এবার প্রার্থী করেছিল অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। তাঁর উল্টোদিকে তৃণমূলের প্রার্থী প্রদীপ সরকার। এখনও পর্যন্ত অর্থাৎ তৃতীয় রাউন্ড গণনার পর খড়্গপুর সদর কেন্দ্রে মোট ৪৪৫৫টি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনটি রাউন্ড মিলিয়ে হিরণ পেয়েছেন মোট ১২২৬৯টি ভোট। তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার পেয়েছেন ৭৮১৪টি ভোট। প্রথম রাউন্ডের পর হিরণ পেয়েছিলেন ৪০২৫টি ভোট, প্রদীপ পেয়েছিলেন ৩৩৩৭টি ভোট। প্রথম রাউন্ডের পর তাঁদের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ৬৮৮টি। দ্বিতীয় রাউন্ডের পর এই ব্যবধান বেড়ে দাঁাড়ায় ১১৭৯এ। এবং তৃতীয় রাউন্ডেও জিরণ এগিয়ে যান ১৯৮৮টি ভোটে। এবার পশ্চিমবঙ্গে ভোট হয়েছে ২৯৪টির মধ্যে ২৯২টি ভোটে।এই মুহুর্তে পশ্চিমবঙ্গের ২৯২টি কেন্দ্রের মধ্যে ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে তৃনমুল এবং বিজেপি পেয়েছে ৯৬টি আসন, সংযুক্ত মোর্চা পেয়েছে ১টি আসন এবং অন্যান্য ২।
খড়্গপুর সদরে পিছিয়ে তৃনমুল, এগিয়ে বিজেপির তারকা প্রার্থী হিরণ । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 33 Second