ত্রিপুরায় ফের দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। ত্রিপুরার খোয়াইয়ে ফের বিপর্যস্ততার শিকার হতে হল তৃণমূলকে। ইতিমধ্যেই খোয়াই থানায় উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি সেখানে ঠায় বসে ছিলেন তিনি।গতকাল দলীয় কর্মসূচিতে যোগদান করতে ধর্মনগরে গিয়েছিলেন ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব, দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত ও অন্যান্যরা। আর সেই মিছিলে তাঁদের ওপর হামলা করে বিজেপির দুষ্কৃতীরা। জানা যায় রড এবং ইট দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় । পাশাপাশি মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূলের সমর্থকদের। অথচ মহামারী আইনের ধারায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের ১৪ জন সমর্থককে। ত্রিপুরা থানা সূত্রে খবর আজই আদালতে তোলার কথা হয়েছে তাঁদের । আর সেই নিয়ম মতোই আদালতে যেতে গিয়ে বিপর্যস্ত হতে হল সুবল ভৌমিককে। সেই কারণে আদালতে না গিয়ে থানায় ফিরে আসেন তিনি। সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকার দিতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হবার কারণে রীতিমতো কেঁদে ফেলেন তিনি।

আজ আদালতে তোলা হবে গ্রেপ্তার করা তৃণমূলের ওই ১৪ জন সমর্থককে । ইতিমধ্যেই আদালতে পৌঁছেছেন ব্রাত্য বসু সহ অন্যান্য নেতৃত্বরা । বর্তমানে থানায় বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে আগামী সোমবার সংসদে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। তাছাড়াও আগামীকাল সকাল সাড়ে দশটায় গান্ধী মূর্তির সামনে ধর্নায় বসতে চলেছে তৃণমূলের অন্যন্য সাংসদরা।