বঙ্গ ভোটের আগে সারাদেশের মানুষের চোখ এখন বাংলার রাজনীতির দিকে। কিছুদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনলিপি প্রকাশ করা হয়েছে ,এখন বর্তমানে সারা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন প্রার্থী তালিকা দিকে। বাংলায় নিজের মেয়েকে দেখতে চাই এই থিমের কারণে ৩৩% আসন দেওয়া হয়েছে মহিলাদের জন্য। এখন কেবল প্রহর গোনা শুরু।
২০২১ বিধানসভা ভোটে তৃণমূলের হয়ে বিভিন্ন কেন্দ্র থেকে দাঁড়াতে চলেছেন যে সমস্ত কর্মীরা তাদের নাম নিম্নরূপ , যাদবপুরে মলয় মজুমদার, বালি কেন্দ্রে প্রার্থী রাণা চট্টোপাধ্যায়৷অভিনেত্রী সায়নী ঘোষ প্রার্থী হচ্ছেন আসানসোল দক্ষিণে। পরিচালক রাজ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন ব্যারাকপুর থেকে। কীর্তন শিল্পী অদিতি মুন্সি দাঁড়াবেন রাজারহাট-গোপালপুর আসনে ।
৯ মার্চ ইস্তেহার প্রকাশ করা হবে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর নিজের কথা রেখে আগামী দিনে নন্দীগ্রাম থেকে দাঁড়াতে চলেছেন তিনি স্বয়ং।