আজ বিকেলেই নন্দীগ্রামে পৌঁছতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন দোল উৎসবে, সভা করবেন বিরুলিয়া বাজারে।৩০ মার্চ নন্দীগ্রামে আসছেন অমিত শাহ, আর তাই তার আগেই পাল্টা কর্মসূচিতে ব্যস্ত হয়েছেন মমতা। নন্দীগ্রামে সম্মান রক্ষার লড়াইয়ে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট। তার পাঁচ দিন আগে থেকেই নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। তার প্রথম দিন ২৮ মার্চ, অর্থাৎ আজ । নন্দীগ্রামের রেয়াপাড়ায় বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে ইতিমধ্যেই । তাতে সঙ্গীত পরিবেশন করতে আসছেন কীর্তন গায়িকা এবং সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া ও রাজারহাট-গোপালপুরের প্রার্থী অদিতি মুন্সি-সহ কলকাতার একঝাঁক শিল্পী। থাকবেন বাউল গানের শিল্পীরাও। পাশাপাশি ওই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২৯ ও ৩০ মার্চ মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের দু’টি ব্লকে মিছিল করবেন। হুইল চেয়ারে বসেই তিনি মিছিলে যোগ দেবেন। এই কর্মসূচির কথা মমতা আগেই ঘোষণা করেছিলেন। ৩০ মার্চ দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। তারপর দিন ৩১ মার্চ কোনও রাজনৈতিক কর্মসূচি না-থাকলেও নন্দীগ্রামে থেকেই ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওদিকে জমি ছাড়তে নারাজ বিরোধী পক্ষ তাই প্রচারের একেবারে শেষ লগ্নে আগামী ৩০ মার্চ নন্দীগ্রামে প্রচারে যাবেন সদ্য বিজেপি-তে যোগ দেওয়া, অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে তিনি নন্দীগ্রামে রোড শো করবেন বলে জানা গিয়েছে।