বঙ্গ ভোটের আগে সারাদেশের মানুষের চোখ এখন বাংলার রাজনীতির দিকে। কিছুদিন আগেই নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটের দিনলিপি প্রকাশ করা হয়েছে ,এখন বর্তমানে সারা রাজ্যের মানুষ তাকিয়ে রয়েছেন প্রার্থী তালিকা দিকে। প্রত্যেকটি দলের থেকে আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে । তবে সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে আজ প্রকাশ হতে চলেছে তৃণমূলের প্রার্থী তালিকা। বাংলায় পদ্মফুল ফুটানোর জন্য মরিয়া হয়ে বসে আছেন মোদি শাহ নাড্ডা। তাই আজ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের ওপর নির্ভর করেই আগামী দিনে দাবার ছকে গুটি বসাতে চলেছেন বিজেপির শীর্ষ নেতারা।
সাধারণ মানুষের অপেক্ষার কথা মাথায় রেখে আজ প্রকাশিত হতে চলেছে তৃণমূলের প্রার্থী তালিকা। শুক্রবার ২৯৪ টি আসনের ক্ষেত্রেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল। কারা কোথায় প্রার্থী হচ্ছেন সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘোষণা করবেন। এবং কিছুদিন আগে নন্দীগ্রামের সভা করতে গিয়েই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কয়েক দিনের মধ্যে মনোনয়ন জমা দেবেন তিনি এখনো পর্যন্ত এমনটাই জানা গেছে।
বঙ্গ ভোট ২০২১ গত ১০ বছরের নির্বাচনের ইতিহাসে অন্যতম নজির ঘটতে চলেছে । এবারের লড়াই কাটায় কাটায়। গদি উল্টাবে না রাজত্ব চলবে সেটাই এখন দেখার বিষয় ,কেউ রাজী নয় এক ইঞ্চি জমি ছাড়তে । দাবার চাল একঘর ভুল গেলেও দান হেরে যাওয়ার সম্ভাবনা থাকে ,তাই খুব বুঝেশুনে সৈন্য-সামন্ত তৈরি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কমজোর সৈন্যদের সরানো হচ্ছে প্রার্থী তালিকা থেকে। ৮০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের দেওয়া হচ্ছেনা টিকিট। অভিজ্ঞতা সম্পন্ন হলেও শারীরিকভাবে কর্মঠ নেই তাঁরা । তাই আগামী দিনগুলিতে ভোটের প্রচারে এবং সাধারণ মানুষের জন্য কাজের ক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে যুবসমাজকে। বাংলায় নিজের মেয়েকে দেখতে চাই এই থিমের কারণে ৩৩% আসন দেওয়া হয়েছে মহিলাদের জন্য। এখন কেবল প্রহর গোনা শুরু।