Read Time:57 Second
নিজস্ব প্রতিনিধি, হাওড়া : "খেলা হবে" স্লোগান তুলে হাওড়ার আমতায় বাইক মিছিল করল তৃণমূল। বুধবার আমতা বিধানসভার বাকসী ব্যাসষ্ট্যান্ড থেকে ৭০০ বাইক নিয়ে এই মিছিল শুরু হয়। কল্যাণপুর,মুকুন্দদিঘী মোড়,সাবসিট,গদি এলাকা পরিক্রমণ করে মিছিল শেষ হয় বাইনান বাজারে। এদিন গ্রামীণ হাওড়া জেলা যুব তৃণমূল সভাপতি সুকান্ত পালের নেতৃত্বে বাইক মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আমতা বিধানসভার যুব তৃণমূল সভাপতি শেখ সাদ্দাম,জয়পুর পঞ্চানন রায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা জন্মেজয় গুঁই সহ অন্যান্যরা।
