আগামীকালই প্রকাশিত হচ্ছে তৃণমূলের ইস্তেহার, থাকছে বহু চমক । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 49 Second

আগামীকালই প্রকাশিত হতে চলেছে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার । কথা ছিল গত রবিবার এই ইস্তেহার প্রকাশিত হবে তবে তৃণমূল সুপ্রিমোর অসুস্থতার জন্যে এই কর্মসূচী পিছিয়ে যায় । অবশেষে কাল বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই প্রকাশ পাচ্ছে শাসক দলের প্রতিশ্রুতির তালিকা । সূত্রের খবর, বহু চমক থাকতে পারে এই তালিকায় । তার কয়েক ঝলক দেখে নিন –

ফের ক্ষমতায় এলে রাজ্যর ১.৫ কোটি বাড়ির দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার কথা আগেই জানিয়েছে তৃণমূল । এ-ছাড়াও থাকছে –

বিরাট অঙ্কের বিনিয়োগ হতে পারে শিল্পে ।

তৈরী হতে পারে চাকরির বিপুল সুযোগ ।

জিডিপির সংখ্যা বাড়তে পারে রাজ্যে ।

রাজ্যের দারিদ্রসীমার নীচে থাকা মানুষের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা ও বেকারত্ব অর্ধেকে নিয়ে আসার ভাবনা থাকতে পারে ।

পাঁচ লক্ষ মানুষকে চাকরি দেওয়ার সম্ভাবনা ।

নিশ্চিত করা হতে পারে প্রতিটি পরিবারে ন্যূনতম মাসিক আয় ।

রাজ্যের বহু পরিবারের মহিলাকে ৫০০ টাকা ও যুবকদের স্বাবলম্বী করতে নতুন স্টুডেন্ট ক্রেডিট লিমিটে ৪% সুদের হারে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে ।

মা কিচেনে মাত্র ৫ টাকায় খাবার পাওয়া যেতে পারে ।

এ ছাড়াও কৃষিক্ষেত্রে ৬৮ লক্ষ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বার্ষিক ১০ হাজার টাকা কৃষক পিছু সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি থাকার সম্ভাবনা ।

বার্ষিক ১০ লক্ষ নতুন ক্ষুদ্র শিল্প তৈরী হওয়ার সুযোগ ।

২৩ টি জেলা সদরে নতুন মেডিকেল কলেজ, খোলার প্রতিশ্রুতি থাকার খবর ।

বাংলার বাড়ি প্রকল্পে আরও ৫ লক্ষ আবাসন তৈরীর কথাও উল্লেখ থাকতে পারে ।

বাংলার ৪৭ লক্ষ পরিবারকে নল যুক্ত বিশুদ্ধ জল দেওয়ার প্রতিশ্রুতির কথাও উল্লেখ থাকতে পারে এই ইস্তেহারের তালিকায় ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বুথের ১০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশের নো-এন্ট্রি । এম ভারত নিউজ

কার্যত মিলে গেল দিলিপ ঘোষের কথা । দিলিপবাবু বলেছিলেন এবারের বঙ্গ ভোটে রাজ্য পুলিশকে বুথের ধারে কাছে দেখা যাবেনা । সেই কথা একেবারে মিলে গেল । নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সবকটি ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার জায়গা কেন্দ্রীয় বাহিনী ঘিরে রাখবে যেখানে রাজ্য পুলিশ ঢুকতে পারবেনা । যে বুথকেন্দ্রগুলি সংবেদনশীল […]

Subscribe US Now

error: Content Protected