পুরনো ছাত্র পরিষদের কমিটির সঙ্গে আলোচনা না করেই নতুন কমিটি গঠন করায় ক্ষোভ। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি হয়েছিলেন প্রসেনজিৎ দে। এরপরই পাঁশকুড়া কলেজের ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। অভিযোগ, পাঁশকুড়া কলেজের পুরনো ছাত্র পরিষদের কমিটির সঙ্গে আলাপ-আলোচনা না করেই নতুন কমিটি গঠন করা হয়েছে। এতেই ক্ষোভে ফেটে পড়েন বাকি সদস্যরা। প্রতিবাদে সোমবার পাঁশকুড়া কলেজ তৃণমূল ইউনিটের পক্ষ থেকে পাঁশকুড়া কলেজ গেটের সামনে একটি বিক্ষোভ দেখান হয়।
এবিষয়ে এদিন তৃণমূল ছাত্র ইউনিয়নের সভাপতি অরূপ কুমার জানান, নতুন যে ছাত্র পরিষদের কমিটি গঠন করা হয়েছে তাতে সভাপতি থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে রাখা হয়েছে বিজেপির দালাল
দের নাম। এবং যারা কোনদিনই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেই তাদেরও নাম দেয়া হয়েছে। অথচ যারা আঠারো বছর ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে কমিটিতে নাম নেই।