বন্ধ হল ট্রাম্পের ইউটিউব চ্যানেল, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 36 Second

১৩ জানুয়ারি, বুধবারঃ এদিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউটিউব চ্যানেল সাময়িকভাবে বন্ধ করা হল। ট্রাম্পের ইউটিউবে আপলোড করা একটি ভিডিও ঘিরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রে। এমনটা আশঙ্কা করে স্যোশাল মিডিয়া থেকে দ্রুত সেই ভিডিওটি ডিলিট করা হয় দেওয়া হয় কর্তৃপক্ষর তরফ থেকে। তারপরেই ট্রাম্পের ইউটিউব চ্যানেলটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইউটিউব কর্তৃপক্ষ। সূত্রের খবর, আপাতত এক সপ্তাহ ধরে ট্রাম্পের এই চ্যানেল বন্ধ থাকবে।

সোশ্যাল মিডিয়ায় আগেও বিতর্কের মুখে পড়ে বয়কট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেশ্যাল মিডিয়া টুইটারে ট্রাম্পের বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন কোনও অশান্তি সৃষ্টি হতে পারে, সেই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। নিজের পরাজয় মেনে নিতে পারেননি ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন ফল প্রকাশের দিন থেকেই। ইতিমধ্যে হাল না ছাড়ার আহ্বান জানান সমর্থকদের উদ্দেশ্যে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

এই বক্তব্যের পরেই সেনেটেরদের ঘিরে শুরু হয় ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ। ক্যাপিটল বিল্ডিংয়ের ভিতরেও ঢুকে পড়ার চেষ্টা করেন কয়েক হাজার মানুষ। পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের গুলিতে প্রাণ হারান চার ট্রাম্প সমর্থক। বিতর্কে জড়িয়ে অশান্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বারংবার। তাই এক সপ্তাহ ধরে পরিস্থিতির উপর নজর রাখা হবে। তারপর ট্রাম্পের চ্যানেলটি ফের চালু হবে কি না সেই নিয়ে সিদ্ধান্ত নেবে ইউ-টিউব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী । এম ভারত নিউজ

পুলিশি নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু । নিজেই জানালেন আশঙ্কার কথা। বললেন, তার জনসভায় বিশৃংখলা সৃষ্টি করার আভাস পাচ্ছেন তিনি। শুভেন্দুর ব্যক্তিগত সুরক্ষায় কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলেও, যেখানে জনসভা করতে যাচ্ছেন সেখানে রাজ্য পুলিস কোনও নিরাপত্তা দিচ্ছে না বলে অভিযোগ তোলেন তিনি। ইতিমধ্যেই নজরে এসেছে গত কয়েক দিনের […]

Subscribe US Now

error: Content Protected