দেশজুড়ে মৃত্যু মিছিল, করোনার কবলে পড়ে মারা যাচ্ছে বহু মানুষ|দেশের বেশ কিছু রাজ্যে কোভিড মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে|আর তার মধ্যেই হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত পরিমানে ওষুধ নেই,আবার কোথাও অক্সিজেন নেই|এরকম অবস্থার সম্মুখীন হল দিল্লির গঙ্গারাম হাসপাতাল, হাসপাতালে অক্সিজেন না পেয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের| করোনা সংক্রমণের হার বাড়ায় ওই হাসপাতালটিতে এখনও ভরতি ৫০০-র বেশি কোভিড রোগী, এঁদের মধ্যে ৬০ জনের অবস্থা আশঙ্কাজনক। অক্সিজেনের অভাবে প্রাণ হারালো ২৫ জন|গঙ্গারামপুর হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের পরিষেবা দিতে গত তিন দিন ধরে অক্সিজেনের জন্য কাতর আরজি জানাচ্ছে।
শুক্রবার অর্থাৎ আজ সকালে হাসপাতালে অক্সিজেন পৌঁছেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, দেশে গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি|অর্থাৎ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬২ লক্ষ ৬৩ হাজার ৬৯৫ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯২০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ২৬৩ জনের। সুতরাং, অক্সিজেন ঘাটতি, ওষুধ না থাকার ফলে করোনা রোগীদের আরও মৃত্যুর দিকে এগিয়ে দেওয়া হচ্ছে|এখন প্রশ্ন থেকেই যায়, এই দায় কার?