২০২০ সালে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার একাউন্ট, সেক্ষেত্রে বিতর্কে জড়িয়ে ছিল টুইটারের কর্তৃপক্ষ। তাছাড়াও এই মাইক্রোব্লগিং সাইটের মাধ্যমে প্রকাশ করা হয়েছিল ভারতের একটি ভুল মানচিত্র সেখানে লাদাখের বেশ কিছু অংশকে দেখানো হয়েছিল চীনের অংশহিসেবে । সেই ঘটনার পর যৌথ কমিটির তরফ থেকে জরুরি তলব করা হয় টুইটারের কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার এই বিতর্কে জড়িয়ে পড়েন টুইটার অ্যাকাউন্টের আধিকারিকরা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর নিউজের অপব্যবহার ,নারী সুরক্ষা ও অন্নন্য সেফটিকে বিবেচনামূলক বিষয় হিসেবে খতিয়ে দেখতে বৈঠক করা হয়েছিল। সেখানেই সংসদীয় কমিটির সদস্যরা ২০২০ সালে অমিত শাহের টুইটার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করার বিষয়টি উত্থাপন করেন।

যদিও টুইটার কর্তৃপক্ষের সাথে কথা বলার ফলে জানা গেছে, গ্লোবাল কপিরাইট ইস্যুর জেরেই বন্ধ করে দেওয়া হয়েছে অমিত শাহের টুইটার একাউন্ট। যদিও খুব শীঘ্রই এই অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে টুইটার কর্তৃপক্ষের তরফ থেকে। ভারতের ভুল মানচিত্র প্রকাশের বিষয়টি নিয়েও কথা বলেছে টুইটার প্রধানরা। তাঁরা জানিয়েছেন, এই ভুলটি একান্তই অনিচ্ছাকৃত। নিজেদের এই প্ল্যাটফর্মটিকে সুস্থতার সাথে পরিচালনা করতে চান তাঁরা । যদিও এই বক্তব্যে মোটেও খুশি নন যৌথ কমিটির সদস্যরা।