নয়া সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর দুই আল-কায়েদা জঙ্গি গ্রেপ্তার করে নয়া সাফল্য অর্জন উত্তরপ্রদেশ পুলিশের। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, মূলত আগে থেকে গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল ওই দুই জঙ্গি সম্পর্কে। গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই কাকোরি থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই আল-কায়েদা জঙ্গিকে। জানা যায় এই এলাকার একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন তাঁরা। তবে এই প্রথম নয় এর আগেও একই জায়গায় ফুল্ল নামে আরও একজন দীর্ঘদিন আত্মগোপন করে ছিল পরবর্তীতে তাঁকে গুলি করে মেরে ফেলা হয়।
ওই দুই আল-কায়েদা জঙ্গী’কে গ্রেপ্তারের পর থেকেই ওই এলাকায় ক্রমাগত চাঞ্চল্য ছড়াতে থাকে । প্রধানত জঙ্গিরা কিভাবে ওই এলাকাতে আত্মগোপন করে ছিলেন এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তির সহযোগিতা আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ। অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অফিসাররা ওই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। আ্যন্টি টেররিস্ট স্কোয়াডের পাশাপাশি ওই এলাকায় পৌঁছে যায় বোম্ব স্কোয়াড। ইতিমধ্যেই গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে । পাশাপাশি ওই এলাকায় আরও কোন জঙ্গি লুকিয়ে রয়েছে কি-না ,সে বিষয়ে নজর দেওয়া হচ্ছে পুলিশের তরফে। ইতিমধ্যেই সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উত্তর প্রদেশে পুলিশের তরফে।