রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭থেকে কমে হয়ে দাঁড়ালো ৭৫। এদিন ইস্তফা দিলেন দুই বিজেপি বিধায়ক। বুধবার বিধানসভার স্পিকারের কাছে ইস্তফা পত্র জমা দেন দিনহাটার ও শান্তিপুরের বিধায়ক নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার। যেহেতু একইসঙ্গে সাংসদ এবং বিধায়ক পদে থাকা সম্ভব নয় সেই কারণেই দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে ইস্তফা পত্র জমা দিচ্ছেন তাঁরা এমনটাই জানা গেছে ওই দুই বিধায়কের তরফে।

এদিন সকালে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে নিয়মমাফিক ইস্তফা পত্র জমা দেন তাঁরা। এই সময় স্পিকারের ঘরে ঢোকেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মেখলিগঞ্জ এর বিধায়ক পরেশ অধিকারী। ইস্তফা পত্র জমা দেওয়ার সময় স্পিকারের ঘরেই ছিলেন তাঁরা। এই সময় কেন স্পিকারের ঘরে ঢুকেছিলেন তৃণমূলের দুই মন্ত্রী তা নিয়ে রাজ্য জুড়ে তুঙ্গে জল্পনা। এদিন ইস্তফা পত্র জমা দেওয়ার সময় নিশীথ এবং জগন্নাথ জানান “দেশ আগে”। যার ফলে “শান্তিপুর ও দিনহাটা কি দেশের বাইরে?” এই কথা বলেই কটাক্ষ শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। এই মুহুর্তে বিজেপির এই দুই বিধায়কের পদত্যাগকে ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। বাংলায় বিজেপি আশানুরূপ সাফল্য না পাওয়াতেই ‘দেশ আগে’ রেখে পদত্যাগ দুই বিধায়কের, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।