ব্রিগেডে যোজ দিতে আসার সময় দুর্ঘটনার মুখে পড়েন বিজেপি সমর্থকরা । আহত দুজনের চিকিৎসা হয়েছে । এই মুহূর্তে তাঁরা ভালো আছেন । আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে আজ বিজেপির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা অনুষ্ঠিত হয় । যেখানে মূল বক্তা হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আর সেই সভায় যোগদানের জন্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে আসেন । যার জন্যে কার্যত যানজটের মধ্যে পড়তে হয় নিত্য যাত্রীদের । ব্রিগেডে আসার সময়েই একটি গাড়ি সাঁতরাগাছি এলাকায় দুর্ঘটনার কবলে পরে আহত হন দুজন বিজেপি কর্মী সর্মথক। আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য হাওড়া জেলা হসপিটালে নিয়ে যায় অন্যান্য বিজেপি কর্মীরা। আহত কর্মী সর্মথকদের দেখতে হাওড়া হসপিটালে যায় সদর হাওড়া বিজেপির জেলা সভাপতি সুরজিৎ সাহা। জেলা সভাপতি আহতের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়ার পাশাপাশি গাড়িতে করে নিজেদের বাড়ি ফেরানো ব্যবস্থা করেন। আহত কর্মীদের আবদার মেটাতে মোবাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য শোনানোর ব্যবস্থা করেন সুরজিতবাবু ।
