ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। ক্রিকেটের ময়দানে ফের ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িয়ে গেল ভারতীয় বুকির প্রসঙ্গ। ভারতীয় বুকির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ম্যাচ ফিক্স করার অপরাধে এবার আরব আমিরশাহির দুই ক্রিকেটারকে নির্বাসিত করল আইসিসি (ICC) বোর্ড। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, আমিরশাহির দুই ব্যাটসম্যান আশফাক আহমেদ এবং পেসার আমির হায়াতকে ৪০০০ মার্কিন ডলারের বিনিময়ে ম্যাচ ফিক্সিংয়ের অপরাধে ৮ বছরের জন্য ICC দ্বারা আয়োজিত সমস্ত টুর্নামেন্ট থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মিস্টার ওয়াই নামের এক ভারতীয় বুকি দু’জনকেই ৪০০০ মার্কিন ডলার ঘুষ দিয়েছে , এমনটাই অভিযোগ করেছে ইন্টার্নেশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড। টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে এই দুই ক্রিকেটারই টাকা নিয়ে ম্যাচ ফিক্সিং করেছিলেন বলেই জানা যাচ্ছে। ঘটনার তদন্ত করতে গিয়ে ভারতীয় বুকি ‘মিস্টার ওয়াই’ এর নাম উঠে আসলেও , এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা ভারতীয় বুকিকে খুঁজে বের করতে পারেনি।