মঙ্গলবার সকালে মালদহের বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় উদ্ধার হল এক যুবক-যুবতীর মৃতদেহ। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত যুবতীর নাম শাম্বিকা রায় ওরফে খুকু, বয়স ১৮। আরেকজন হলেন বছর ২২-এর যুবক রনি দাস। ইংরেজ বাজারের তেলিপুকুর এলাকার বাসিন্দা শাম্বিকা। আর রনির বাড়ি ইংরেজবাজারেরই বাগবাড়ির দুর্গাপল্লী এলাকায়। মালদহ বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় পড়ে থাকতে দেখা যায় এই দু’জনের মৃতদেহ। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে উদ্ধার হয় একটি দামি মোটরবাইকও।
প্রথমে এলাকার স্থানীয়রাই দেখতে পান ওই যুবক ও যুবতীর দেহ। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একটু খোঁজখবর নেওয়ার পরেই ওই দু’জন যুবক যুবতীর পরিচয় জানা যায়। যুবক ও যুবতীর পরিবারের সদস্যদেরও খবর দেয় পুলিশ। তাদের পরিবারের লোকেরা এসে দেহ শনাক্ত করেছেন বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি প্রশান্ত দেবনাথ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, রাতের অন্ধকারে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোর ফলেই এরকম দুর্ঘটনার কবলে পড়েছেন যুবক-যুবতী। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও মনে করা হচ্ছে। বাইকটি প্রায় ৭০ মিটার স্কিড করেছে বলে অনুমান, তা ফিতে দিয়ে মেপেও দেখেছে পুলিশ।