0
0
Read Time:1 Minute, 29 Second
গতকাল বিজেপির রাজ্য কমিটির সভাপতি সুকান্ত মজুমদার নতুন কমিটি গঠন করেছেন। বিজেপি দলের দুটি গুরুত্বপূর্ণ পদে কলকাতা মেডিক্যাল কলেজের দুই প্রাক্তন যারা বর্তমানে ক্যানসার বিশেষজ্ঞ তাঁদেরকে দলের গুরুত্বপূর্ণ পদে আসীন করেছেন। বিজেপির সহ সভাপতি হলেন চিকিৎসক মধুছন্দা কর ও যুব মোর্চার সভাপতি হলেন চিকিৎসক ইন্দ্রনীল খাঁ।
চিকিৎসক মধুছন্দা জানিয়েছেন তিনি সবটা ব্যালেন্স করেই চলবেন, তিনি আরও জানান পরিস্থিতি অনুযায়ী তিনি কোন ক্ষেত্রে কতটা গুরুত্ব দিতে হবে বুঝে চলবেন।
অন্যদিকে চিকিৎসক ইন্দ্রনীল জানিয়েছেন, রাজনীতি তাঁর কাছে সেবামুলক কাজের সমান। তিনি রাজ্যের উন্নয়ন এর জন্য কাজ করবেন। এই রাজ্যের ছাত্র-ছাত্রীদের রাতে কাজের জন্য বাইরে যাতে যেতে না হয় তিনি নজর দেবেন।
উল্লেখ্য যে এই দুই চিকিৎসককে বিজেপিতে নেওয়ায় বিজেপিকে রুগ্ন দল বলে অনেকেই কটাক্ষ করছেন।