দুবাইয়ের বিমানে উঠতে গেলে এবার বাধ্যতামূলক টিকার দুটি ডোজ। দেশজুড়ে মোটামুটি নিয়ন্ত্রনে করোনা পরিস্থিতি। তাই এবার ভারত-দুবাই বিমান পরিষেবা চালু করতে চলেছে দুবাই সরকার। আগামী ২৩শে জুন থেকেই শুরু হবে এই পরিষেবা। কিন্তু টিকার দুটি ডোজ না নিলে বিমানে ওঠার অনুমতি দেবেনা সে দেশের সরকার। সিনোফার্ম, ফাইজার, স্পুটনিক-ভি এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনগুলিকেই কেবলমাত্র মান্যতা দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসন। এই টিকার দুটি করে ডোজ নিয়ে থাকলে তবেই যাত্রীরা বিমান উঠতে পারবেন বলে জানিয়েছে এমাইরেটস বিমান সংস্থা।

এছাড়াও দুবাই গামী ফ্লাইটের ভারতীয় যাত্রীদের জন্য RTPCR টেস্টও বাধ্যতামূলক। বিমানে ওঠার ৪ঘন্টা আগেই করাতে হবে টেস্ট।এছাড়াও দুবাইতে নামার পরেও আবারও করতে হবে টেস্ট। রিপোর্ট না আসা অবধি কোয়ারেন্টাইনে থাকতে হবে সে দেশে।
প্রসঙ্গত, এপ্রিল মাস থেকেই আবারও ভারতে বাড়তে শুরু করে করোনার প্রকোপ। সেই সময় থেকেই বন্ধ করা হয় আন্তর্জাতিক বিমা পরিষেবা। এয়ার বাবল চুক্তিভুক্ত দেশগুলির মধ্যে বিমান পরিষেবা চালু থাকলেও সংযুক্ত আরব আমিরশাহি সেই তালিকাভুক্ত না হওয়ায় এতদিন বন্ধই ছিল প্লেন চলাচল। ফলে দুমাস পর আবারও চালু হতে চলেছে ভারত-দুবাই বিমান পরিষেবা।