নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বজ্রপাতে মৃত্যুতে শোকের ছায়া নন্দীগ্রামে সোনাচূড়ায়। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়ায় মাঠে চাষের কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয় ২ জনের। শুধু তাই নয় পাশাপাশি গুরুতরভাবে আহত হয়েছেন একজন । স্থানীয় সূত্রে জানা যায়, ওই মৃত দুইজনের মধ্যে একজন হলেন কৃষ্ণকান্ত জানা, বয়স আনুমানিক ২৪ বছর। অপর জন মানস জানা, বয়স আনুমানিক ২৬ বছর। এছাড়া আহত হয়েছেন এক গৃহবধূ। তাঁকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলায় সোনাচুড়ার তালপাটি খাল সংলগ্ন এলাকায় বীজতলা থেকে আমন ধানের চারা তুলে ট্রলিতে ভরে মাঠে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাজ পড়লে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই জনকে মৃত বলে ঘোষণা করে।
বজ্রপাতের প্রবল ঝলকানিতে গুরুতর আহত এক গৃহবধূর চিকিৎসা চলছে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে ইতিমধ্যেই। জানা গেছে, মানস এবং কৃষ্ণকান্ত-সম্পর্কে কাকা-ভাইপো। তাঁরা চেন্নাইতে রাজমিস্ত্রির কাজ করতেন। লকডাউনের কারণে কাজ হারিয়ে সংসার চালাতে এলাকায় দিন মজুরের কাজ করতে শুরু করেছিলেন তাঁরা। পরিবারের আর্থিক সচ্ছলতা তাঁদের উপরেই নির্ভর করে। দু’জনেরই স্ত্রী, একজন করে ছেলে ও একজন করে মেয়ে রয়েছে। তাঁদের এই অস্বাভাবিক মৃত্যুতে রীতিমতো পথে বসতে চলেছে এই দুই পরিবার। পাশাপাশি এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।