1
0
Read Time:1 Minute, 7 Second
জাতীয় সড়কে লরি উল্টে বিপত্তি। দুর্ঘটনায় মৃত্যু দুই। আজ দুপুরে ৬ নং জাতীয় সড়ক ধরে কলকাতার উদ্দেশে যাচ্ছিল একটি গরু বোঝাই লরি। সেইসময় হাওড়ার রানীহাটি সন্ধিপুর এলাকায় চাকা ফেটে গার্ডরেলে ধাক্কা মেরে উল্টে যায় লরিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজন সহ বেশকয়েকটি গরুর।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধূলাগড় ট্রাফিক গার্ডের কর্তারা। স্থানীয়দের তত্পরতায় চালক সহ বাকিদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাববেড়িয়া ষ্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে, দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পরে ৬ নং জাতীয় সড়ক। যানজটে আটকে পড়েন বহু নিত্যযাত্রী থেকে শুরু করে ধুলাগড় শিল্পাঞ্চলে দ্বিতীয় শিফটে কাজে আসা বহু শ্রমিক।