Read Time:1 Minute, 5 Second

টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্ল খুনে গ্রেফতার দুই শার্প শুটার। শুক্রবার পঞ্জাব থেকে সুজিত রাই ও রোছোন কুমার রাই নামে দুজনকে গ্রেফতার করে সিআইডি। এদের প্রত্যেকের বাড়ি বিহারে। ৪ অক্টোবর রাতে মণীশ শুক্ল টিটাগড় থানার সামনে খুন করা হয়। ওই খুনের ঘটনায় আগেই খুররম, গুলাব শেখকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জেরা করে সুবোধ রায় নামে অপর অভিযুক্তকেও পাকড়াও করা হয়। পঞ্জাব থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তারা প্রত্যেকেই ভাড়াটে খুনি বলেই জানা গিয়েছে। তবে, এ বিষয়ে সিআইডি-র তরফে কিছু জানানো হয়নি। অন্যদিকে খুনের কারণ এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে।