গতকাল ১৫ মিনিটের শুটআউটের পর গভীর রাতে সুখবৃষ্টি আবাসন থেকে উদ্ধার করা হল নিহত ওই দুই পাঞ্জাবি গ্যাংস্টারের দেহ। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশের তরফ থেকে দুই আধিকারিক এসে তাঁদের দেহ চিহ্নিত করতে সহায়তা করেছেন। সূত্র মোতাবেক জানতে পারে গেছে আজই ময়না তদন্তে পাঠানো হবে দেহগুলিকে। গতকালের এই এনকাউন্টারে পঞ্জাবের দুই কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খাড়ারের মৃত্যু হয়। সূত্রের খবর অনুসারে জানতে পারে গেছে ওই দুই নিহত গ্যাংস্টারের দেহ উদ্ধার করা হলেও এখনও পর্যন্ত বি-১৫৩ নম্বর টাওয়ার ঘিরে রেখেছে পুলিশ। এমনকি এই বিল্ডিংয়ে ঢোকা এবং বেরোনোর ওপর বিধি নিষেধ জারি করা হয়েছে পুলিশি তরফে।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল গোপন সূত্রে এই দুইজনের অবস্থানের খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় রাজ্য সরকারের স্পেশাল টাস্কফোর্স। দুপুর ১২ টা নাগাদ সেই স্থানে পৌঁছে যায় রাজ্য পুলিশ, পাশাপাশি করা হয় রেকি। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি দুপুর সাড়ে তিনটে নাগাদ বি ব্লকের এই টাওয়ারটি ঘিরে ফেলার পর পাঁচতলা থেকে গুলি চালাতে থাকেন ওই দুই কুখ্যাত গ্যাংস্টার। পরবর্তীতে পাল্টা গুলির লড়াই চালাতে থাকেন রাজ্য সরকারের স্পেশাল টাস্কফোর্স এবং তার ফলে মৃত্যু হয় ওই দুই গ্যাংস্টারের।
পুলিশ সূত্রে জানা যায় এখনও পর্যন্ত কেবল মাত্র একজন পুলিশ অফিসারের বা কাঁধ ফুটো করে একটি গুলি, তাছাড়া ঘটনায় কোনো হতাহতের খবর নেই। তবে জানতে পারা যায় মৃত ওই দুই গ্যাংস্টারকে চল্লিশটি মামলার কারণে খুঁজছিল পাঞ্জাব পুলিশ, তাছাড়াও তাঁদের ঘর থেকে উদ্ধার করা হয়েছে, ৫টি অত্যাধুনিক অটোমেটিক পিস্তল, ৮৯ রাউন্ড গুলি, ৭ লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায় পাক সীমান্ত দিয়ে মাদক পাচারে জড়িত ছিলেন তাঁরা। “শুট আউট গ্যাংস্টার” নামক এই মিশনে রাজ্য সরকারের এই সফলতাকে কুর্নিশ জানিয়েছেন বিশেষজ্ঞ মহল।