রবীন্দ্র সরোবরে বোট উলটে মৃত্যু দুই ছাত্রের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 18 Second

কাল হল কালবৈশাখী। কলকাতার বুকে রোয়িং করতে গিয়েই মৃত্যু হল ২ পড়ুয়ার। আজ বিকেলে অসম্ভব ঝড় শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে। ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি আছড়ে পড়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। আর এই বিপর্যয়ই কেড়ে নেয় দুটি তরতাজা প্রাণ। বস্তুতঃ স্কুল পর্যায়ের রোয়িং প্রতিযোগিতার ফাইনাল কাল রবিবার যা রবীন্দ্র সরোবরেই হওয়ার কথা। বস্তুত সেই কারণেই বেঙ্গল রোয়িং ক্লাব, লেক ক্লাব এবং ক্যালকাটা রোয়িং ক্লাবের ৫টি বোট শনিবার বিকেল থেকে সরোবরে নামানো হয়েছিল অনুশীলনের জন্য । প্রতিটি বোটে ৫ জন করে স্কুল ছাত্র অনুশীলন করছিল। আর সেই ঝড় সামলাতে না পেরে ৫টি বোটই উলটে যায়। কিন্তু সকলেই সাঁতরে উপরে উঠে এলেও দীর্ঘক্ষণ জলে নিখোঁজ ছিল ওই দুই ছাত্র- পূষণ সাধুখাঁ এবং সৌরদীপ চট্টোপাধ্যায়। খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশ, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং ডুবুরি নামানো হয়। সন্ধে সাড়ে সাতটার কিছু পরে দুই কিশোরের নিথর দেহ জল থেকে উদ্ধার করেন দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা। জানা গিয়েছে, দুজনেই সাউথ পয়েন্টের ছাত্র ছিলেন। দুজনেরই বয়স ১৪ বছর। মৃতের একজন কলকাতার এক পুলিশ পদাধিকারীর ছেলে। জল থেকে দেহ তুলে এসএসকেএমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনার খবর পেয়েই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কেএমডিএ-র সিইও অন্তরা ভট্টাচার্য পৌঁছন। 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জাপানের সভায় স্বামীজিকে স্মরণ মোদির । এম ভারত নিউজ

জাপান সফরে স্বামীজীর শিকাগো সম্মেলনের কথাই মনে করিয়ে দিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই জাপানি এক শিশুর সঙ্গে হিন্দিতে কথোপকথন সাড়া ফেলেছে সারা বিশ্বে । আর এবার ভারতীয় ভাষার পর ভারতীয় সংস্কৃতিকে আরও একবার আন্তর্জাতিক মঞ্চে মেলে ধরলেন প্রধানমন্ত্রী । চলছে’ কোয়াড সামিট ২০২২’ । আর সেই অনুষ্ঠানে জোগ […]

Subscribe US Now

error: Content Protected