নিজস্ব প্রতিনিধি, বীরভূম: এবার মনোনয়নপত্র জমা দিলেন সিউড়ি ও সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের দুই এসইউসিআই প্রার্থী।
বৃহস্পতিবার সিউড়ি প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দেন ওই দুই প্রার্থী। এদের মধ্যে একজন হলেন সিউড়ি বিধানসভার প্রার্থী নিতাই অঙ্কুর এবং অন্যজন হচ্ছেন সাঁইথিয়া বিধানসভার প্রার্থী নবকুমার দাস।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীসহ এসইউসিআই কর্মীরা সিউড়ি বাসস্ট্যান্ড থেকে সিউড়ির প্রশাসনিক ভবন পর্যন্ত মিছিল করে আসেন । প্রশাসনিক ভবনের সামনে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ওই মিছিলটিকে আটকে দেওয়া হয়। এরপর প্রার্থীদের সঙ্গে দুজন করে ব্যক্তি প্রশাসনিক ভবনের ভেতরে প্রবেশ করেন এবং মনোনয়নপত্র জমা দেন ।
সিউড়ি ও সাঁইথিয়া, এই দুটি আসনে তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ের মাঝে এসইউসিআই কতটা নিজের প্রভাব বিস্তার করতে পারে, সেটাই এখন দেখার।