অবশেষে খোঁজ পাওয়া গেল উগান্ডার সেই ক্রীড়াবিদের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 26 Second

অবশেষে ফিরে পাওয়া গেল উগান্ডার সেই নিখোঁজ ক্রীড়াবিদকে। জানা যায় টোকিও অলিম্পিক ২০২১ এ উগান্ডার হয়ে ওয়েট লিফটিং-এ অংশগ্রহণ করতে জাপানে এসেছিলেন। তারপর হঠাৎ করেই টিম হোটেল থেকে নিখোঁজ হয়ে যান তিনি । জানতে পারা যায় হোটেল ছেড়ে চলে যাওয়ার আগে তিনি একটি চিরকুটে লিখে রেখে গেছেন, ‘আমি কাজ করতে চাই জাপানে।’ টিম হোটেল থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া উগান্ডার ভারত্তোলক ক্রীড়াবিদের নাম জুলিয়াস সেকিতোলেকো। বিদেশের মাটিতে এসে এভাবে হারিয়ে যাওয়া, এমন ঘটনার নজির এই প্রথম বারই দেখতে পেল জাপান। উগান্ডার এই ওয়েটলিফটিং দলের এক সদস্য জানান তাঁর চিঠিতে তিনি এও লিখে গেছেন ,তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র যা তিনি রেখে যাচ্ছেন ,তা যেন অবশ্যই তাঁর স্ত্রীকে দিয়ে দেওয়া হয়। যদিও অবশেষে তাঁকে খুঁজে পাওয়া যায় টোকিও থেকে ২০০ কিলোমিটার দূরে জেআর নাগোয়া স্টেশনে। জানা যায় টিম হোটেল থেকে বেরিয়ে সোজা বুলেট ট্রেন ধরে তিনি চলে যান জেআর নাগোয়া স্টেশনে।

প্রসঙ্গত উল্লেখ্য জুলিয়াসকে খুঁজে পাওয়া যায়নি কোভিড টেস্টের সময়। সকলকে কোভিড টেস্টের জন্য ডেকে পাঠানো হলে ,সেখানে উপস্থিত ছিল না জুলিয়াস । আর তারপরই শুরু হয় খোঁজাখুঁজি। করোনা পরীক্ষা ছাড়াই বিদেশের একজন খেলোয়াড় দেশের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। এটা ঠিক মেনে নিতে পারেননি সেদেশের বিশেষজ্ঞমহল। তারপর দ্রুত তল্লাশির নির্দেশ দেওয়া হয় দেশের তরফ থেকে। অবশেষে জুলিয়াসকে খুঁজে পেয়ে টোকিও পুলিশ বেশ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জলের তলে ডুবল জার্মানি । এম ভারত নিউজ

ভয়াবহ বন্যায় সম্পূর্ণভাবে জলের তলায় জার্মানির একাধিক শহর। ইতিমধ্যেই এই বিপুল বৃষ্টিপাতে জমে যাওয়া জলের কারণে মৃত্যু হয়েছে ১৫০ জন জার্মানিবাসির। বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে প্রথম সারির দেশ হচ্ছে জার্মানি। তবে প্রাকৃতিক শক্তির কাছে পরাজয় মেনে স্তব্ধতার শিকার হতে হল এই দেশকেও। গতকালের ভারী বৃষ্টিপাতের কারণে সেই দেশের বিভিন্ন এলাকা […]
abroad_226

Subscribe US Now

error: Content Protected