দীর্ঘদিনের সংঘাতের পর এবার তৃতীয় গ্রিভেন্স অফিসার নিয়োগ করল টুইটার। কেন্দ্র সরকারের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতে জড়িয়েছে জ্যাক ডোরেসের এই সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্র সরকারের তরফ থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির উপর রাশ টানতে ডিজিটাল আইন প্রকাশ করা হলে, তা প্রথমে মেনে নিতে রাজি হয়নি টুইটার। পরবর্তীতে তা মেনে নেওয়ার পরে এই নিয়ে মোট তৃতীয় দফায় গ্রিভেন্স অফিসার নিয়োগ করল টুইটার। টুইটারে তরফের প্রকাশিত তথ্য অনুসারে জানতে পারা যাচ্ছে, ধর্মেন্দ্র চতুর এবং জেরেমিকেশেলের পর এবার বিনয় প্রকাশকে তৃতীয় গ্রিভেন্স অফিসার হিসেবে নিয়োগ করা হয়।

কেন্দ্র বনাম টুইটার সংঘাতের মাঝেই গত কয়েক মাসের মধ্যেই ইতিমধ্যেই টুইটারের বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। নয়া ডিজিটাল আইন আসার পর প্রথমে তা মেনে নিতে রাজি হয়নি টুইটার। তবে পরবর্তীতে তা সর্বসমক্ষে মেনে নিয়ে গ্রিভেন্স অফিসার হিসেবে ধর্মেন্দ্র চতুর নামে এক ব্যক্তিকে নিয়োগ করা হয় টুইটারের পক্ষ থেকে। তবে তারপরই কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশ জারি করে জানানো হয় ,আগে থেকে মার্কিন সংস্থায় কর্মরত এমন কোন ব্যক্তিকে এই পদের জন্য নিযুক্ত করা যাবে না। পরপর দুবার এই নিয়মের খেলাফ করার পর ;অবশেষে বিনয় প্রকাশ নামে এক ব্যক্তিকে গ্রিভেন্স অফিসার রূপে নিয়োগ করে টুইটার ।