জম্মু- কাশ্মীরে তিনদিনের সফরের শেষ দিনে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে রাত কাটালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামার লেথপোরা সিআরপিএফ ক্যাম্প পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে জাওয়ানদের সঙ্গে কথাবার্তা বলেন তিনি।
এদিন সিআরপিএফ ক্যাম্পে অমিত শাহ বলেন,” আমি আপনাদের সঙ্গে একটা রাত কাটাতে চাই। কারণ, আমি আপনাদের সমস্যার কথা বুঝতে চাই।” সূত্রের খবর, কর্তব্যরত জওয়ানদের কী কী সমস্যায় পড়তে হয়,কিভাবে দিন কাটাতে হয়, সবটা বুঝতেই এই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। তবে, সরকারের লক্ষ্য উপত্যকাকে পুরোপুরি হিংসামুক্ত করা।
সিআরপিএফ ক্যাম্পে যাওয়ার আগে শ্রীনগরের ডাল লেকে শিকার উৎসব দেখেছিলেন অমিত শাহ। সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও। পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “সম্পূর্ণ শান্তি অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সন্তুষ্ট হওয়া উচিত নয়”। এমনকি পুলওয়ামা হামলায় নিহত ৪০ জন জওয়ানকে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাও জানান তিনি। কাশ্মীরে সন্ত্রাসের আবহে শাহর এই কর্মসূচি নিঃসন্দেহে জওয়ানদের মনোবল বাড়াবে।