জমি নিয়ে বচসা, প্রতিবেশীর হাতে খুন তরুণ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 19 Second

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এবার প্রতিবেশীদের হাতে খুন হলেন এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম আদিত্য দাস বৈরাগ্য, বয়স ২৯ বছর। ঘটনাটি ঘটেছে নানুর থানার কীর্ণাহার ২নং পঞ্চায়েতের মতিপুর গ্রামে । বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে যে, ওই বৈরাগ্য পরিবারের সঙ্গে প্রতিবেশী এক পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। দুই পক্ষের তরফে রফা করার জন্য বহুবার জমির মাপজোকও করা হয়, কিন্তু তারপরেও সেই সমস্যা মেটেনি। মৃত ওই ব্যক্তির পরিবারের তরফে অভিযোগ, তাদের পরিবারকে বহুদিন ধরে বারবার হুমকি দিচ্ছিল সেই প্রতিবেশীরা।

বৈরাগ্য পরিবারের তরফে আরও অভিযোগ, রবিবার সন্ধ্যায় প্রথমে আদিত্য দাস বৈরাগ্যের বাড়ির সামনের ঘরের চালায় আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনার প্রতিবাদ করতে গেলে এরপরে আদিত্যকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় আদিত্যকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে সেখানেই তার মৃত্যু ঘটে।

সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নানুর থানার পুলিশ। তাঁরা ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছেন । অন্যদিকে এই ঘটনার পর থেকেই অত্যন্ত থমথমে হয়ে রয়েছে নানুরের মতিপুর এলাকা। অভিযুক্ত ওই প্রতিবেশীরা সকলেই পলাতক। এখন এটাই দেখার যে পুলিশ এই তদন্তকার্য কত তাড়াতাড়ি শেষ করতে পারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের রাজনৈতিক হিংসার খবর বীরভূমে । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: এবার বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। শুধু তাই নয়, তারা পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে বোলপুর থানার পুলিশ। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, বোলপুর থানার অন্তর্গত ২নং নম্বর […]

Subscribe US Now

error: Content Protected