Read Time:1 Minute, 4 Second
গণধর্ষণে মৃত তরুণীর দেহ জোর করে পরিবারের লোকেদের বাড়িতে তালাবন্ধ করে রেখে রাতারাতি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে । উত্তরপ্রদেশের হাথরাসের ঘটনা । গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর সংকটজনক অবস্থায় দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর ২০-র ওই তরুণী । টানা ২ সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণী । অভিযোগ, মেয়ের গণধর্ষণের অভিযোগ করার পরেও নাকি পুলিশ কোনরকম পদক্ষেপ নেয়নি আর এবার মঙ্গলবার রাত ২.৩০টে নাগাদ মেয়ের দেহ রীতিমত জোর করে সত্কার করে দেয় পুলিশ। তবে, কেন এমনটা ঘটল ? যোগী সরকারের মুখে কুলুপ ।
