দেশে করোনার দ্বিতীয় ঢেউতে ক্রমাগত বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এবার মৃত্যু হল উত্তরপ্রদেশের এক মন্ত্রীর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় সদস্য ছিলেন হনুমান মিশ্র। লখনৌএর একটি হাসপাতালে মঙ্গলবার মৃত্যু হয় তাঁর। করোনা রিপোর্ট পজেটিভ আসার পরে সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিন্তু এত চিকিৎসা সত্বেও হলো না শেষ রক্ষা।
এদিকে আবার আজই করোনা আক্রান্ত হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সম্প্রতি একটি বড় সভা করেছিলেন তিনি। সেখান থেকেই তিনি আক্রান্ত হয়েছেন বলেই সন্দেহ করা হচ্ছে।
সোমবার উত্তরপ্রদেশের পাঁচটি শহর প্রয়াগরাজ, লখনউ, কানপুর, বারাণসী ও গোরক্ষপুরে ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন জারির নির্দেশ দেয় এলাহাবাদ হাই কোর্ট। তবে ওই পাঁচ রাজ্যে মানুষের জীবিকার তাগিদে লকডাউন করা সম্ভব নয় বলে জানায় যোগীর প্রশাসন। এবার হাই কোর্টের সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় উত্তরপ্রদেশ সরকার। আজই ছিল সেই মামলার শুনানি। রাজ্যের সমস্ত যুক্তি শোনার পর আপাতত যোগী সরকারের পক্ষেই রায় দেয় শীর্ষ আদালত।