Read Time:1 Minute, 21 Second
ভারতীয় সংস্কৃতির নিদর্শন সুদূর পোল্যান্ডে ! ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য নিয়ে আমাদের সন্দেহ নেই । বহু প্রাচীন এবং সভাবতই এঁর প্রভাব কেবল দেশে নয় পড়েছে বিদেশেও । তবে এবারে যা ঘটল তা একেবারে অন্যরকম । ইউরোপের দেশ পোল্যান্ডের বিখ্যাত ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের একটি লাইব্রেরির দেওয়ালে খোদাই করা হয়েছে ‘পঞ্চম বেদ’ উপনিষদের বাণী। সেখানকার ভারতীয় দূতাবাসের আধিকারিক ট্যুইটারে পোস্ট করেছেন এই অদ্ভুত দৃশ্য ।

আর পোস্ট করা মাত্রই ভাইরাল হয়েছে ছবিটি । পোস্টটিকে কেন্দ্র করে যেমন প্রশংসার ঝড় উঠেছে তেমনই নিজের দেশে এমন দৃশ্য না দেখতে পাওয়ার ক্ষোভও উগরে দিয়েছেন কয়েকজন । তবে আমাদের কাছে এটি যথেষ্ট গর্বের বিষয় । ভারতবাসীর গর্ব হল ভারতীয় সংস্কৃতি । যা দেশের গন্ডি পেরিয়ে উদ্বুদ্ধ করেছে পৃথিবীর মানুষকেও ।