করোনার এই দ্বিতীয় জোয়ারের ঢেউ সামলাতে এবার প্রধানমন্ত্রীর ঘোষণা মত ১৮ বছরের উর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল আজ থেকেই । তবে বেশ কয়েকটি রাজ্য থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছিল, বর্তমানে রাজ্যের টিকার অভাব থাকায় ১৮ বছর বয়সী ছেলেমেয়েদের টিকাকরণ সম্ভব হচ্ছেনা। এখনও পর্যন্ত দেশের মাত্র ছটি রাজ্য এই সুবিধে চালু করা সম্ভব হয়েছে কারণ প্রায় প্রতিটি রাজ্যেই ভ্যাকসিন নেই। কিছুদিন আগেই একটি ইনহাউজ মিটিংয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হাতজোড় করে জানিয়েছিলেন বর্তমানে দিল্লিতে অক্সিজেন এবং টিকার অভাব বর্তমান । তাই এই মুহূর্তে ১৮ বছর বয়সী কারোর জন্যই টিকাকরণের কর্মসূচি শুরু করা সম্ভব নয়। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশের ৭৫টি জেলার মধ্যে কেবলমাত্র ৭টি জেলায় এই শর্ত মেনে টিকাকরণ চালু করা গিয়েছে। লখনউ, কানপুর, প্রয়াগরাজ, বারাণসী, গোরখপুর, মীরাটে সকাল থেকেই ভ্যাকসিন নেওয়ার লাইন চোখে পড়ছে। সম্পূর্ণ রাজস্থানের মধ্যে মাত্র তিন জেলাতে টিকাকরণ শুরু করা সম্ভব হয়েছে। আজমের , জয়পুর, যোধপুরের বাসিন্দারাই টিকা পাচ্ছেন। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের গণ টিকাকরণ শুরু হবে ৫ এপ্রিলের পর। ইতিমধ্যেই কেন্দ্রের এরকম হঠকারিতার সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন রাজ্যকে।
দেশ জুড়ে ১৮-৪৪ বছরের টিকাকরণ শুরু হল আজ থেকেই । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 16 Second