0
0
Read Time:1 Minute, 20 Second
চলতি বছরের শেষের দিকেই মিলতে পারে কোভিড 19-র টিকা। এমনটাই জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল ট্রেডস অধানম। তবে সারা বিশ্বের মানুষের মধ্যে যাতে টিকার সমবণ্টন হয়, তার জন্য বিশ্বনেতাদের কাছে আর্জি জানিয়েছেন হু-এর প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনায় এই মুহূর্তে ন’টি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ২০২১ সালের মধ্যে ভ্যাকসিনের প্রায় ২০০ কোটি ডোজ তৈরির লক্ষ্য নিয়েছে হু। গোটা বিশ্বে এই ডোজ ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার প্রতিষেধক নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা এখন তুঙ্গে। বিজ্ঞানী থেকে চিকিত্সক সকলেরই এখন একটাই লক্ষ্য, কীভাবে এই মারণ সংক্রমণের থেকে মুক্তি পাওয়া যায়। এরই মাঝে ট্রেডস অধানমের কথায় আশায় বুক বাঁধছে ভারতবাসী।