কালই চালু হচ্ছে বন্দে ভারত, জেনে নিন সময়সূচি। এম ভারত নিউজ

Mbharatuser

নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছনর কথা ১ টা ৫০-এ।

0 0
Read Time:2 Minute, 37 Second

অপেক্ষার অবসান বঙ্গবাসীর। বড়দিনের আগেই বড় খবর শুনিয়েছে কেন্দ্র। আগামীকালই হাওড়ায় এসে পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। ভারতের ৬ টি রুটে এই ট্রেন ইতিমধ্যে চালু হয়েছে। এবার ৩০ শে ডিসেম্বর থেকেই হাওড়া থেকে এনজেপি পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। এদিন হাওড়ায় নরেন্দ্র মোদী নিজে উদ্বোধন করবেন বলে খবর। ট্রেনটি পাক্কা আট ঘণ্টায় পৌঁছবে কোলকাতা থেকে ৫৬৫ কিলোমিটার দূরে শিলিগুড়ি। ইতিমধ্যে পূর্ব রেলওয়ের তরফে বন্দে ভারতের প্রস্তাবিত সময়সূচীও জানানো হয়েছে। অর্থাৎ কোন রুটে কখন চলবে ট্রেনটি দেখে নেওয়া যাক।

আপ এবং ডাউন বন্দে ভারত সপ্তাহে ৬ দিন চলাচল করবে। সকাল ৫ টা ৫০ মিনিটে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি। ১০ টা ৪৫ মিনিটে মালদা স্টেশনে পৌঁছবে। নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে পৌঁছনর কথা ১ টা ৫০-এ। মাঝখানে শুধু বোলপুর, নিউ ফারাক্কা এবং মালদা স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। উল্টো দিকে নিউ জলপাইগুড়ি থেকে দুপুর ২টো ৫০মিনিটে ট্রেন ছাড়বে। বিকেল ৬ টা নাগাদ মালদা টাউন পৌঁছনোর কথা। হাওড়া স্টেশনে ঢুকবে রাত ১০ টা ৫০-এ।

বর্তমানে গোটা ট্রেনটিই এসি চেয়ার কার। তবে পরে অবশ্য স্লিপার কার যোগ করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি বন্দে ভারত পরিষেবার জন্য এনজেপি-কে ঢেলে সাজানোর পরিকল্পনা রেল দপ্তরের। হোটেল, লাউঞ্জ, নতুন ফুটব্রিজ সহ গাড়ি রাখার আলাদা ব্যবস্থা করতে চলেছে পূর্ব রেল। পাশাপাশি এদিন জোকা-তারাতলা মেট্রো চলাচলও শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী সেটিরও উদ্বোধন করবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের আত্মহত্যা বি-টাউনে! মেক আপ রুমে অভিনেত্রীর মৃতদেহ। এম ভারত নিউজ

গোটা বলিউড এই ঘটনায় শোকস্তব্ধ।

Subscribe US Now

error: Content Protected