করোনাকে জয় করে বাড়ি ফিরলেও শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মতিলাল ভোরা। সোমবার দিল্লির এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার রাতে হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। উল্লেখ্য, গতকালই তাঁর জন্মদিন ছিল।

পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মূত্রথলির সংক্রমণে ভুগছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। ফুসফুসেও সংক্রমণও কাবু করেছিল তাঁকে। তড়িঘড়ি রবিবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হলে ভেন্টিলেটরে রাখা হয় তাঁকে। অক্টোবরেই করোনা আক্রান্ত হয়েছিলেন মতিলাল ভোরা। তবে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন তিনি। তারপরই হঠাৎ ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার ছত্তিসগড়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে জানানো হয়েছে পরিবারের তরফে।
এদিকে, এআইসিসির প্রাক্তন সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেষশ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন রাহুল গান্ধিও। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। গান্ধি পরিবারে
অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মতিলাল ভোরা।